এডিট বাটন নিয়ে এলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর এই ফিচারটি যোগ করলো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
টুইটার জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টুইটার ব্লু গ্রাহকদের জন্য এডিট বাটন চালু করা হবে।
এর আগে টুইট বার্তা একবার পোস্ট করলে সেটি এডিট করা যেত না। কোনো ব্যবহারকারীকে বার্তা সংশোধন করতে হলে নতুন করে আবারও টুইট করতে হতো।
এডিট বাটনের মাধ্যমে একজন টুইটার ব্যবহারকারী টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে সেটি পরিবর্তন করতে পারবে।
বর্তমানে বিশ্বে ৩২ কোটি টুইটার ব্যবহারকারী রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এডিট বাটন ফিচারের জন্য অনেকদিন ধরে অনেক অনুরোধ করা হচ্ছিল ব্যবহারকারীদের পক্ষ থেকে।
২০২০ সালে একটি সাক্ষাৎকারে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি বলেছিলেন, কোম্পানি সম্ভবত কখনোই এডিট বাটন চালু করবে না। কারণ, এটি ভুল তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করতে পারে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
ইআর
if you see an edited Tweet it's because we're testing the edit button
— Twitter (@Twitter) September 1, 2022
this is happening and you'll be okay