অন্য প্রতিষ্ঠানের পণ্যের নামকরণে ‘পড’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে অ্যাপল। কারণ অ্যাপল এরই মধ্যে তাদের উদ্ভাবিত আইপড এ ‘পড’ শব্দটি ব্যবহার করেছে।
এ মুহূর্তে সেক্টর ল্যাব নামে প্রতিষ্ঠান একটি ভিডিও প্রজেক্টর উন্নয়নে কাজ করছে। যার নাম ‘ভিডিও পড’। আর এ নিয়েই অ্যাপলের যত আপত্তি। তাই পণ্যের নামকরণে কোনো প্রতিষ্ঠানের এককভাবে পড শব্দটি ব্যবহারের অধিকার আছে কি-না তা নিয়ে যুক্তরাষ্ট্র আদালতের সম্মুখীন হয়েছে অ্যাপল।
আদালত তাদের পড নামটি ব্যবহারের প্রয়োজনীয় কাগজপত্র আগামী অক্টোবরের মধ্যে জমা দিতে বলেছে। অ্যাপল এরই মধ্যে ৮৭৩ পৃষ্ঠার একটি ফাইল আদালতে জমা দিয়েছে। আর অক্টোবরের প্রথম দিকে সেক্টর ল্যাব তাদের কাগজপত্র আদালতে জমা দেবে বলে জানানো হয়।
উল্লেখ্য, সেক্টর ল্যাব ২০০৯ সালে ভিডিও প্রজেক্টর নির্মাণের ঘোষণা দিলে তাদের সঙ্গে অ্যাপলের প্রাতিষ্ঠানিক বিরোধের সূত্রপাত হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০