ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের সাবেক নেতা জিয়াং জেমিন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
চীনের সাবেক নেতা জিয়াং জেমিন আর নেই

চীনের সাবেক নেতা জিয়াং জেমিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

তিয়েনআনমেন স্কয়ার আন্দোলনের পর তিনি ক্ষমতায় এসেছিলেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় বুধবার বিকেলে এ খবর জানিয়েছে।  

গত কয়েক দশকের ইতিহাসে জিয়াং ছিলেন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি একাধিক মেয়াদে চীনের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে চীন উচ্চগতির প্রবৃদ্ধি দেখেছিল।    

জিয়াংয়ের তত্ত্বাবধানে ১৯৯৭ সালে শান্তিপূর্ণভাবে হংকং হস্তান্তর হয়। ১৯৯৯ সালে ধর্মীয় সম্প্রদায় ফালুন গং-কে কঠোর হস্তে দমনের জন্য তিনি সমালোচিত হয়েছিলেন।   

১৯৮৯ সালে বেইজিংইয়ের তিয়েনআনমেন স্কয়ারে রক্তাক্ত বিক্ষোভের পর তার উত্থান হয়। সে সময় চীনকে আন্তর্জাতিকভাবে রীতিমতো একঘরে করে দেওয়া হয়েছিল 

এই ঘটনা চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। প্রতিক্রিয়াশীল ও সংস্কারপন্থিদের মধ্যে এই দ্বন্দ্ব দেখা দেয়। এরপর জিয়াং পার্টির শীর্ষ পদে আসেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।