ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মিরে বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জানুয়ারি ৩, ২০২৩
কাশ্মিরে বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু আগের দিন নিহতদের স্বজনদের আহাজারি

ভারত শাসিত কাশ্মিরের একটি গ্রামে এক বিস্ফোরণে দুই শিশু মারা গেছে। আহত হয়েছে অন্তত পাঁচ বেসামরিক।

এর আগে ওই এলাকায় এক বন্দুকধারীর হামলায় চারজনের মৃত্যু হয়।  

সোমবার দক্ষিণের জেলা রাজৌরির ধানগ্রি গ্রামে একটি বাড়ির পাশে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচ বছর বয়সী একটি ছেলে শিশু ও ১২ বছর বয়সী এক মেয়ে শিশু মারা গেছে 

কর্তৃপক্ষ এই দুই মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  
 
এর আগে দুই বন্দুকধারী ধানগ্রি গ্রামের তিনটি বাড়িতে নির্বিচারে গুলি চালায়। এতে চার বেসামরিক মারা যান এবং পাঁচজন আহত হন বলে জানান পুলিশ কর্মকর্তা মুকেশ সিং।

ধানগ্রির ঘটনায় পুলিশ সশস্ত্র হামলাকারীদের দায়ী করছে। গ্রামটি অতিরিক্ত সামরিক নজরদারিতে থাকা লাইন অব কন্ট্রোলের কাছাকাছি। এই লাইন অব কন্ট্রোল হিমালয় অঞ্চলে ভারত ও পাকিস্তানকে পৃথক করেছে।  

এটি এখনও নিশ্চিত করা যায়নি যে, রোববার রাতের হামলাকারীরা বিস্ফোরকটি ওই এলাকায় রেখে গিয়েছিল কিনা। কর্তৃপক্ষে ওই এলাকায় পুলিশ ও সৈন্য পাঠিয়ে হামলাকারীদের সন্ধান চালাচ্ছে।  

ধানগ্রি সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রাম। ভুক্তভোগীদের সবাই এই ধর্মের।  

রোববারের হামলার পর সোমবার শতশত মানুষ বিক্ষোভ জানায়। একইসঙ্গে তারা হামলার নিন্দা জানায়।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।