দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি মানুষ শরণার্থী হয়েছে ইউক্রেন যুদ্ধে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য দিয়েছে।
জার্মানিতে ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথরিনা লাম্প বলেছেন, ইউক্রেন ছেড়ে ৭ দশমিক ৯ মিলিয়ন লোক পালিয়েছে। ৫ দশমিক ৯ মিলিয়ন লোক অভ্যন্তরীণভাবে ঘর ছেড়েছে।
বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১৪ মিলিয়ন, যা দেশটির মোট জনসংখ্যা ৪১ মিলিয়নের তিন ভাগের এক ভাগেরও বেশি।
ইউএনএইচসিআর এর আগে জানিয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে ১৮ মিলিয়ন লোকের মানবিক সহায়তা প্রয়োজন। এই দ্বন্দ্বে ৬ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া হয়েছে। নভেম্বরে ইউরোপজুড়ে ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ছিল ৭ দশমিক ৮ মিলিয়ন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
আরএইচ