ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি, মা ও সন্তানসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, জানুয়ারি ১৭, ২০২৩
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি, মা ও সন্তানসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীরা গুলিতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালায়। ধারণা করা হচ্ছে এ ঘটনায় দুইজন জড়িত। পুলিশ তাদের খুঁজছে।

এদিকে ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করেছেন কাউন্টি শেরিফ মাইক বউরেক্স। তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত থাকতে পারে।

কাউন্টি শেরিফ বলেন, ঘটনার পর পুলিশ দুই জনের মরদেহ সড়কে, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। বাকিদের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল।

ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।