ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নেক্সট-জেনারেশন জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেসএক্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জানুয়ারি ২০, ২০২৩
নেক্সট-জেনারেশন জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেসএক্স

স্পেসএক্স নতুন একটি জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ইউএস মিলিটারির পক্ষে গেল মঙ্গলবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে প্রতিষ্ঠানটি।

সিএনএন।   
 
নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্পেসএক্স গ্লোবাল পজিশনিং সিস্টেম, স্মার্টফোনে থাকা নেভিগেশন স্যাটেলাইট অ্যাপ, যুদ্ধকালীন কার্যক্রম পরিচালনা কার্যক্রম শক্তিশালীকরণের চেষ্টা অব্যাহত রাখল।  

ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে স্যাটেলাইটটি কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়।  

স্যাটেলাইটটি উৎক্ষেপণের বিভিন্ন ভিডিও টুইট করে স্পেসএক্স বিষয়টি নিশ্চিত করেছে। এই স্যাটেলাইটকে বলা হচ্ছে নেক্সট-জেনারেশন জিপিএস স্যাটেলাইট।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।