ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের ৮০ ভাগ মানুষই করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
চীনের ৮০ ভাগ মানুষই করোনায় আক্রান্ত

বিশ্ব জুড়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। ভাইরাসটিতে পুনরায় ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে চীন।

দেশটির একজন সরকারি বিজ্ঞানী বলেছেন, চীনের জনসংখ্যার ৮০ শতাংশ করোনায় সংক্রামিত হয়েছে।

চীনের  সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান মহামারি বিশেষজ্ঞ উ জুনিয়উ শনিবার বলেছেন, নববর্ষের ছুটির সময় মানুষের গণ চলাচল মহামারি ছড়িয়ে দিতে পারে। কিছু কিছু এলাকায় সংক্রমণ বাড়তে পারে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যে চীনের জনসংখ্যার ৮০ শতাংশ করোনায় সংক্রামিত হয়েছে। এর কারণ, বেশিরভাগ ওমিক্রন স্ট্রেনের একাধিক উপ-শাখা দ্বারা চালিত।

সম্প্রতি করোনা নিষেধাজ্ঞা তুলেছে চীন। দেশটি চলছে নববর্ষের আমেজ। ছুটি কাটাতে মানুষের সমাগম বাড়ছে বিভিন্ন জায়গায়। এসবের মধ্যেই এমন তথ্য জানালেন চীনের এই বিজ্ঞানী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চীনে কোভিড ও এর সম্পর্কিত রোগে আক্রান্ত হয়ে করোনা হাসপাতালে ১৩ হাজার জন মারা গেছেন।

এর আগে মাসখানেকের মধ্যে ৬০ হাজার জনের মৃত্যুর কথা জানিয়েছিল দেশটি। চীন জুড়ে নতুন সংক্রমণ ইতোমধ্যে শীর্ষে পৌঁছার দাবি করছে বিশেষজ্ঞরা।  

মহামারির শুরু থেকে দীর্ঘ তিন বছর ‘জিরো কোভিড নীতিতে’ চলেছে চীন। তবে বিক্ষোভের জেরে গত ডিসেম্বরে বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয় শি প্রশাসন। এমনকি সীমান্ত খুলে দেওয়া হয়। তবে এরপরেই চীনে করোনার সংক্রমণ বেড়ে যায়। হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।