ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ভবন ধস, ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
সিরিয়ায় ভবন ধস, ১৬ জনের মৃত্যু

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে একটি আবাসিক ভবন ধসে পড়েছে। এতে নিহত হয়েছেন ১৬ জন।

এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন সিরিয়ার উদ্ধারকর্মীরা।

রোববার (২২ জানুয়ারি) আলেপ্পোর শেখ মাকসুদ জেলায় ভবন ধসের এ ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। সেখানকার শেখ মাকসুদ জেলায় পাঁচ তলা ভবন ধসে পড়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পানি লিকেজ হয়ে যাওয়ায় ভবনটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল।

ছয় বছর আগে রাশিয়া ও সিরিয়ার ব্যাপক বোমা হামলায় আলেপ্পোর নিয়ন্ত্রণ হারায় দেশটির বিদ্রোহীরা। হামলায় শহরটির অনেক ভবন ক্ষত-বিক্ষত হওয়ায় গত কয়েক বছরে আলেপ্পোতে বেশকিছু ভবন ধসে পড়ে।

সূত্র: ডেইলি সাবাহ

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।