ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোভিড: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা উঠে যাচ্ছে মে মাসে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
কোভিড: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা উঠে যাচ্ছে মে মাসে

চলতি বছর মে মাসে অতিমারি করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত জরুরি অবস্থার অবসান ঘটবে যুক্তরাষ্ট্রে। এ সংক্রান্ত ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, জরুরি অবস্থার অবসানের ঘোষণা সম্ভবত আসবে ১১ মে। সোমবার (৩০ জানুয়ারি) কংগ্রেসকে এ কথা জানিয়েছেন বাইডেন নিজেই। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ বিষয়ে হাউসে ভোট হওয়ার কথাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরিস্থিতির স্বাভাবিক হয়ে আসতে শুরু করলে ধীরে ধীরে দেশটির নাগরিকরা ‘নিউ নরমাল’ অবস্থানে ফিরে আসেন। মাঝে আবার সংক্রমণের পরিমাণ বেড়ে যায়। ফলে জারি থাকা জরুরি অবস্থাও আবার পুরনো রূপে ফিরে যায়।

প্রথম জরুরি অবস্থার ঘোষণার পর কেটে গেছে তিন বছর। বিশ্বের বেশিরভাগ দেশই করোনার আঘাত থেকে স্বাভাবিক অবস্থানে ফিরে আসছে। যে কারণে যুক্তরাষ্ট্রও চাইছে জারি করা অবস্থানের অবসান ঘটাতে।

খবরে আরও বলা হয়, অবিলম্বে জরুরি অবস্থার অবসান ঘটাতে হাউসে রিপাবলিকানদের আনা প্রস্তাবগুলোর বিরোধিতা পূর্বক বাইডেনের ঘোষণাটি এলো। এদিকে হাউস রিপাবলিকানরা করোনাভাইরাস সংক্রান্ত ফেডারেল সরকারের প্রতিক্রিয়া নিয়ে তদন্ত শুরু করতে প্রস্তুতি নিচ্ছে।

২০২০ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের করোনা ছড়িয়ে পড়ে। পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ও মানব পরিষেবা সেক্রেটারি অ্যালেক্স আজার সে বছরের ৩১ জানুয়ারি জনস্বাস্থ্য বিবেচনায় প্রথমবার জরুরি অবস্থা ঘোষণা করেন। একই বছর মার্চে করোনা মহামারির প্রেক্ষাপট বিবেচনায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প।

২০২১ সালের জানুয়ারিতে নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনও বারবার জরুরি অবস্থা বাড়াতে থাকেন। যা শেষ হতে যাচ্ছে আগামী ১১ মে। হোয়াইট হাউস থেকেও এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

গত বছরও বাইডেন প্রশাসন জরুরি অবস্থা তুলে নিতে চেয়েছিল। কিন্তু শীতকাল চলে আসায় আবার করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় সে পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৫৬২ জন। মারা গেছে ১১ লাখ ৩২ হাজার ৭১৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৯০ হাজার ৮৭৮ জন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।