ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা যুদ্ধ বিমানও পাবে ইউক্রেন?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
পশ্চিমা যুদ্ধ বিমানও পাবে ইউক্রেন?

ট্যাংক দিলেও আপাতত ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল দেশটির পশ্চিমা মিত্ররা। এমন অবস্থায় এক বিস্ফোরক তথ্য দিলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

তিনি দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে পশ্চিমা মিত্ররা যুদ্ধ বিমানও দিচ্ছে।

বর্তমানে পশ্চিমা ট্যাংক ও অন্যান্য সমরাস্ত্রের অপেক্ষায় আছে ইউক্রেনের সেনারা। আর তাই অনেক জায়গায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইও স্থগিত রেখেছে তারা।

রেজনিকভ বলেছে, ‘সেখানে বিমানও আছে। ’

তিনি আরও বলেন, ‘বিষয়টি মোটামুটি নিশ্চিতই বলা যায়... আসলে মিশনটা এরমধ্যে হয়ে গেছেই বলা যায়’।

তবে কোন দেশ থেকে যুদ্ধ বিমান আসছে বা এই প্রক্রিয়ায় কারা সহায়তা করছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

রেজনিকভ সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত সব পশ্চিমা অস্ত্র আসবে না, ততক্ষণ রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে আমাদের কাছে মজুদ রয়েছে।

পশ্চিমা অস্ত্র সরবরাহ ও ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থার বিষয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, আমি নির্ভয়ে দাবি করি যে আমরা একটি বাস্তব ন্যাটো দেশ হয়েছি। আমাদের শুধুমাত্র একটি ডি জুর অংশ বাকি আছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।