তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন অনেকে।
বিবিসির কাছে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন সিরিয়ার রাজধানী দামাসকাসের এক বাসিন্দা। তার নাম সামের।
তিনি বলেন, দেয়াল থেকে রং খসে পড়েছিল। আমি ভয় পেয়ে হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। পরে দরজায় গিয়ে দাঁড়াই।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ান্তেপ শহরে। এই শহরের বাসিন্দা এরদেম রয়টার্সকে ফোনে বলেন, খাঁচার বন্দি শিশুর মতো ঝাঁকুনি লেগেছিল।
তিনি বলেন, আমার ৪০ বছরের জীবনে এমন কখনো অনুভব করিনি। সবাই গাড়িতে বসেছিলেন। ভবন থেকে দূরে খোলা জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
তিনি আরও বলেন, আমার মনে হয় গাজিয়ান্তেপ শহরে নিজেদের বাড়িতে এখন আর কেউ নেই।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরএইচ