ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের আঘাত

নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে: ডব্লিউএইচও

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এমনটিই বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।

দুই দেশে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে ২ হাজার ৬০০র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। এর মধ্যেই হতাহতের সংখ্যা বাড়ছে।  

ইউরোপে ডব্লিউএইচওর জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মালউড এএফপিকে বলেন, আরও ভবন ধসের শঙ্কা রয়েছে। হতাহত প্রাথমিক সংখ্যার আট গুণ হতে পারে।  

তিনি বলেন, ভূমিকম্পে আমরা দুর্ভাগ্যবশত সবসময় একই বিষয় দেখতে পাই। তা হলো হতাহতের প্রাথমিক সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া।  
 
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।