ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পের সর্বশেষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ৭, ২০২৩
তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পের সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। আহতের সংখ্যাও অনেক।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। তাদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এদিকে ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত তুরস্ক ও সিরিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ।

এক নজরে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের খবর

-গতকাল (৬ ফেব্রুয়ারি) দুইবার অনুভূত হওয়ার পর আজও (৭ ফেব্রুয়ারি) মধ্য তুরস্কে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে।

- ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ জন নিহত হয়েছেন।

- তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা ওরহান তাতারের মতে, ১০টি প্রদেশে ৭ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

-ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে সংবাদ সংস্থা সাবাহ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ১৩ হাজার উদ্ধারকর্মী ইস্তাম্বুল ছেড়েছিলেন।

- সিরিয়ার বিরোধী দল বলেছে, ‘১০০ পরিবার’ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

- ইউরোপের বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেছেন, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।

- ৪১ হাজার পরিবারের মধ্যে তিন লাখ কম্বল বিতরণ করা হয়েছে। তাদের পারিবারিক তাঁবুও দেওয়া হয়েছে।

- ভূমিকম্পের ২৪ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৪।

- ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম অঞ্চলের একটি কারাগারে বন্দিরা বিদ্রোহ করেছে। পরে সুযোগ বুঝে ২০ জন পালিয়ে গেছেন।

- ভয়াবহ ভূমিকম্পের পর সারা বিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ার জন্য সাহায্য আসছে।

- তুরস্ক-সিরিয়ায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র- বিবিসি, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ