ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এরদোয়ানের দলের আইনপ্রণেতা ভূমিকম্পে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এরদোয়ানের দলের আইনপ্রণেতা ভূমিকম্পে নিহত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক আইনপ্রণেতা ভূমিকম্পে নিহত হয়েছেন।
 
এই আইনপ্রণেতার নাম ইয়াকুপ তাস।

আদিয়ামান প্রদেশে তার স্ত্রী, বোন, ভগ্নীপতি, ভাগনে, ভাগ্নি ও নাতির সঙ্গে তার মরদেহ পাওয়া যায়। অনুসন্ধানের পর উদ্ধারকারী দল পুরো পরিবারকে মৃত অবস্থায় পায়।  

এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আগের দিন তিনি নিজ এলাকায় যান।

এই আইনপ্রণেতা ১৯৫৯ সালের ১৬ জুন আদিয়ামানে জন্মগ্রহণ করেন। ২৭ মেয়াদে তিনি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তিনি ছয় সন্তানের জনক ছিলেন।  

সোমবার ভোরে তুরস্কে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি সিরিয়াতে বহু মানুষ হতাহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।