ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট পদে হেরে যে ঘোষণা দিলেন কিলিচদারোগলু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
তুরস্কের প্রেসিডেন্ট পদে হেরে যে ঘোষণা দিলেন কিলিচদারোগলু

দুই দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে তুরস্কের প্রেসিডেন্ট পদে হেরে গেলেন কামাল কিলিচদারোগলু। প্রথম দফায় এরদোয়ান থেকে ৪ দশমিক ৬৪ শতাংশ কম ভোট পেয়েছেন তিনি।

দ্বিতীয় দফায় ব্যবধান কমিয়ে এনেছেন কিছুটা, ৪ দশমিক ২ শতাংশ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন তিনি।

তবে এ পরাজয়ের পর গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিলিচদারোগলু। দেশে প্রকৃত গণতন্ত্র না আসা পর্যন্ত এই সংগ্রামের অগ্রভাগে থাকবেন বলে অঙ্গীকারও করেছেন। পাশাপাশি নিজ সমর্থকদেরও তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেন তিনি।

রোববার (২৯ মে) পরাজয়ের পর নির্বাচন প্রক্রিয়াকে বছরে সবচেয়ে অন্যায্য অভিহিত করেন কিলিচদারোগলু।  

রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এই নেতা বলেন, ‘রাষ্ট্রের সমস্ত শক্তি একটি রাজনৈতিক দলের অনুকূলে একত্রিত করা হয়েছিল এবং একজন ব্যক্তির পায়ে শুইয়ে দেওয়া হয়েছিল। ’

এরপর সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘আমি নেশন অ্যালায়েন্সের প্রধানদের, তাদের সংগঠনগুলোকে, আমাদের ভোটারদের এবং নাগরিকদের যারা ব্যালট বাক্সগুলিকে রক্ষা করেছেন এবং এই অনৈতিক ও বেআইনি চাপের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। ’

জনগণের উদ্দেশ্যে কিলিচদারোগলু আরও বলেন, ‘এই দেশের একজন ব্যক্তি হিসেবে আমি সর্বদা আপনাদের অধিকার এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, যাতে কেউ আপনাদের নিপীড়ন না করে। যাতে আপনি প্রাচুর্যতার মধ্যে বসবাস করতে পারেন এবং (সেই লক্ষ্যে) আমি আমার কাজ চালিয়ে যাব। ’

নির্বাচনে বিপুল ভোট পাওয়ার প্রসঙ্গে সিএইচপি নেতা বলেন, ‘এতো চাপ সত্ত্বেও স্বৈরাচারী শাসন পরিবর্তনের জনগণের ইচ্ছা প্রকাশ পেয়েছে।

তিনি অঙ্গীকার করেন, ‘আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র না আসা পর্যন্ত আমরা এই সংগ্রামের অগ্রভাগে থাকব। ’

তথ্যসূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।