গত সোমবার চার দিনের মণিপুর সফরে গেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অশান্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এছাড়া মণিপুর সফরের তৃতীয় দিনে রাজ্যের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন অমিত শাহ। এসময় তিনি বলেছেন, ‘আমাদের সবার উদ্দেশ্য একটাই। শান্তি ও সম্প্রীতির পথে মণিপুরকে ফিরিয়ে নিয়ে আসা। সংঘর্ষে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন দ্রুত নিজেদের বাড়ি ফিরতে পারেন, তা নজরে রাখতে হবে। ’
বুধবার (৩১ মে) মোরেহ ও কাংপোকপির নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং নাগরিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসেছিলেন অমিত শাহ।
রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে যে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা টুইট করেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ৩ মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ এখন পর্যন্ত ৭৫ জনের বেশি নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১, ২০২৩
এমএইচএস