ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মস্কো ও সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
মস্কো ও সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার

সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার রাজধানী মস্কো এবং গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

শনিবার (২৪ জুন) বিকেলে রাশিয়ান সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো রাশিয়ার ভাড়াটে গ্রুপ ভাগনার যোদ্ধাদের অনুসরণ করে দাবি করেছে যে, তারা দেশটির দক্ষিণে রোস্টভ-অন-ডন শহরের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলো দখলে নিয়েছে।

বিবিসির রাশিয়ান সূত্রগুলো আরও বলছে যে, ভাগনার গ্রুপ রোস্টভ এবং রাজধানী মস্কোর মধ্যবর্তী শহর ভোরোনজের সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে, রাশিয়াজুড়ে অস্থিরতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার ভাগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর গতিবিধি অনুসরণ করে ভ্রমণকারীদের এক আপডেট পরামর্শে রাশিয়াজুড়ে অস্থিরতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, রোস্টভ অঞ্চলে সামরিক উত্তেজনা এবং রাশিয়াজুড়ে আরও অস্থিরতার ঝুঁকির খবর রয়েছে।

একই সঙ্গে ‘যুক্তরাজ্যে ফিরে আসার জন্য অতিরিক্ত বা বিকল্প ফ্লাইটের অভাব রয়েছে বলেও যোগ করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সময়ে ভ্রমণকারীদের রাশিয়ায় ভ্রমণের বিষয়ে নেতিবাচক পরামর্শ অব্যাহত রেখেছে ব্রিটেন সরকার।

অন্যদিকে, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস বলেছেন, এস্তোনিয়া তার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং প্রতিবেশী রাশিয়ার কোনো অংশে ভ্রমণ না করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে তার দেশের জন্য কোনো হুমকি নেই বলেও জানান প্রধানমন্ত্রী কাজা ক্যালাস।  

এদিন এক টুইটবার্তায় তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, আমাদের দেশের জন্য সরাসরি কোনো হুমকি নেই।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।