ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে ৭৪ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ইউক্রেনকে ৭৪ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে ৭০টি সামরিক যানসহ ৭৩ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ দেবে অস্ট্রেলিয়া।

সোমবার (২৬ জুন) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একথা জানিয়েছেন।

প্যাকেজের মধ্যে ২৮টি এম১১৩ সাঁজোয়া যান, ১৪টি বিশেষ অপারেশন যান, ২৮টি মাঝারি ট্রাক এবং ১৪টি ট্রেলার অন্তর্ভুক্ত থাকবে।

অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়া রাশিয়ার এমন কাজের নিন্দা ও বিরোধিতা করে। পাশাপাশি ইউক্রেনকে বিজয় অর্জনে সহায়তা করার জন্য আমরা সংকল্পে অটল আছি। ’

এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া তার পুনরুদ্ধার এবং বাণিজ্য সুযোগগুলোকে সমর্থন করার জন্য ইউক্রেন থেকে আমদানি করা পণ্যগুলোর জন্য আরও ১২ মাসের শুল্কমুক্ত সুবিধা বাড়িয়ে দেবে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।