ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোন হামলায় আইএসআইএলের শীর্ষ নেতা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ড্রোন হামলায় আইএসআইএলের শীর্ষ নেতা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

পূর্ব সিরিয়ায় ড্রোন হামলায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর এক শীর্ষ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তার নাম ওসামা আল-মুহাজির।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী বলেছে যে, তারা পূর্ব সিরিয়ায় ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর নেতা ওসামা আল-মুহাজির নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) এই হামলা চালানো হলেও মার্কিন কেন্দ্রীয় কমান্ড রোববার (৯ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, ‘আমরা এটি স্পষ্ট করেছি যে, আমরা সমগ্র অঞ্চলে আইএসআইএসের পরাজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ’

তিনি বলেন, আইএসআইএস শুধুমাত্র এই অঞ্চলের জন্যই নয়, ‘বাইরের অঞ্চলগুলোতেও হুমকি হয়ে দাঁড়িয়েছে। ’

সেন্টকম-এর মতে, অভিযানে কোনো বেসামরিক লোক নিহত হয়নি। তবে জোট বাহিনী ‘বেসামরিক আহত হওয়ার প্রতিবেদন মূল্যায়ন করছে’।

বিবৃতিতে বলে হয়েছে, শুক্রবারের হামলাটি এমকিউ-৯এস ড্রোন দিয়ে পরিচালনা করা হয়। হামলায় ব্যবহৃত ড্রোনগুলো দিনের শুরুতে রাশিয়ান যুদ্ধবিমান দ্বারা হয়রানির শিকার হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।