পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। মন্ত্রী বলেছেন, পরবর্তী মন্ত্রিসভা রদবদলে তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।
সানডে টাইমসকে তিনি বলেছেন যে, পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
তবে ‘অসময়ে’ মন্ত্রীর দায়িত্ব ছেড়ে যাওয়া এবং উপ-নির্বাচনের কথা অস্বীকার করেছেন তিনি। খবর বিবিসি।
ওয়ালেস তিন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের কথা রয়েছে।
ওয়ালেস বলেছেন, পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন।
এছাড়া তার মিত্ররাও বলেছেন, ওয়ালেসের এই সিদ্ধান্ত ঋষি সুনাকের নেতৃত্বের প্রতি কোনো ধরনের ভাবনা থেকে নেওয়া নয়।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএইচএস