ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াইয়ে ফের দাবানল, বেড়েছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
হাওয়াইয়ে ফের দাবানল, বেড়েছে মৃতের সংখ্যা

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউইয়ে ফের দাবানল শুরু হয়েছে। আগুন বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বেড়েছে মৃতের সংখ্যাও।

এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) রাতে মাউইয়ে নতুন করে দাবানল শুরু হয়। এরপর পরই স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার লোকজনকে সরিয়ে নেয়।

চলতি সপ্তাহের শুরুতে এ অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চল আগুনে পুড়ে যায়। শুক্রবার মাউইয়ের পূর্বাঞ্চলের কানাপালির এলাকা আগুনে পুড়ছিল। এ তথ্য স্থানীয় পুলিশ বিভাগ নিশ্চিত করলেও সাধারণ লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি।

তবে উদ্ধারকারীরা ধারণা করে স্থানীয়দের সতর্ক করছেন, যেসব স্থান আগুনের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে আরও মরদেহ পাওয়া যেতে পারে।

স্থানীয় খবরে বলা হয়েছে, দাবানলের আগুনে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। বাস্তুহারা হয়েছে হাজারো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে। লেগে যেতে পারে কয়েক বছর।

গণমাধ্যমে দাবানলের বিষয়ে কথা বলেছেন এক সিনেটর। তিনি বলেন, লাহাইনা শহর মনে হয় যেন বোমা হামলা হয়েছে। তাপে সব কিছু গলে গেছে। দুর্ভাগ্যবশত আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে নতুন করে দাবানল সক্রিয় হলো, কীভাবে আগুনের সূত্রপাত হলো সেটি তদন্ত করা হচ্ছে। কোনো সতর্কতা ছাড়া ঐতিহাসিক শহর লাহাইনায় কীভাবে দ্রুত আগুন ছড়ালো, সে ব্যাপারেও তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, তারা দাবানলের ব্যাপারে আগাম কোনো সতর্কতা পাননি। জীবন বাঁচাতে অনেকেই প্রশান্ত মহাসাগরের পানিতে ঝাঁপ দিয়েছিলেন।

হাওয়াইয়ে এর আগে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটে ১৯৬০ সালে। শক্তিশালী এক সুনামিতে মৃত্যু হয় রাজ্যের ৬১ জনের। এরপরই দাবানলের সবচেয়ে বড় ঘটনাটি ঘটলো। উল্লেখ্য, রাজ্য হওয়ার আগে এ অঞ্চলটি টেরিটরি অব হাওয়াই নামে পরিচিত ছিল। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য হিসেবে এটি যুক্ত হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।