ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েল তেহরানে হাসপাতালে হামলা করেছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, জুন ২০, ২০২৫
ইসরায়েল তেহরানে হাসপাতালে হামলা করেছে: ইরান ফাইল ছবি

তেহরানে আবারও একটি হাসপাতালের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানে তৃতীয়বারের মতো কোনো হাসপাতাল ইসরায়েলি হামলায় আক্রান্ত হলো।

ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র জায়নবাদী দখলদারদের নির্মম হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান আরও বলেন, গত সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনের মধ্যে ছয়টির বেশি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে ইসরায়েল।

এর আগে ১৯ জুন ইসরায়েলের সোরোকা হাসপাতালে হামলা চালায় ইরান। যদিও সেই হামলা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করে ইরান।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ