ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দিতে চায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দিতে চায় ইসরায়েল

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দিতে জরুরি বিধিমালার অনুমোদন চেয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি।

প্রস্তাবিত বিধিমালার লক্ষ্য হলো, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন সংবাদ প্রচার থেকে গণমাধ্যমগুলোকে বাধ্যতামূলক বিরত রাখা।

 

অনুমোদন পেলে মন্ত্রী বিদেশি গণমাধ্যমের সম্প্রচার লাইসেন্স বাতিল করতে পারবেন এবং এর সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারবেন।

বিধিমালায় আল জাজিরার নাম উল্লেখ না করা হলেও বোঝা যায়, গণমাধ্যমটির স্থানীয় অফিস বন্ধ করার জন্যই এটি ডিজাইন করা হয়েছে।  

এর আগে কারহি আল জাজিরার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা ইসরায়েলি বাহিনীর অবস্থানের ভিডিও ধারণ করে এবং ফিলিস্তিনি হামাস গ্রুপের বিবৃতি প্রচার করে তাদের নিরাপত্তা বিপন্ন করছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বর্তমানে অনুমোদনের জন্য প্রস্তাবিত বিধিমালা নিয়ে আলোচনা করছে। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা এখনও এই প্রস্তাবের বিরোধিতা করছেন।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান অভিযানের ফলে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় বিদ্যুৎ না থাকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, অন্যদিকে পানি, খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামাদি ফুরিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো সরিয়ে নেওয়ার ইসরায়েলের সতর্কবাণীর পর বেসামরিক নাগরিকরা দক্ষিণাঞ্চলে পালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর হামাস ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করে, যা রকেট উৎক্ষেপণ এবং স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলে অনুপ্রবেশসহ বহুমুখী আকস্মিক হামলা। এতে বলা হয়, আল-আকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এরপর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ শুরু করে।

সবশেষ বুধবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। এরইমধ্যে ইসরায়েল সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

ইসরায়েল হাসপাতালে বোমা হামলার কথা অস্বীকার করে ফিলিস্তিনের একটি সশস্ত্র গ্রুপের ওপর দোষ চাপিয়েছে। অন্যদিকে বাইডেনও একই সুরে কথা বলেছেন। তার সফরের মধ্যেও গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।  

সূত্র: আনাদুলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।