ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লন্ডনে লাখো ফিলিস্তিনপন্থীর বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে লন্ডনে লাখো ফিলিস্তিনপন্থীর বিক্ষোভ 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধের দাবিতে শনিবার হাজার হাজার ফিলিস্তিনিপন্থী লন্ডন এবং তার আশপাশের শহরে বিক্ষোভ করেছেন।

ইসরায়েল-হামাস সংঘর্ষ তৃতীয় সপ্তাহে প্রবেশের পর লন্ডনে প্রথমবারের মতো এ বিশাল বিক্ষোভ হয়।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের হামাস গোষ্ঠী আক্রমণ করে। এরপর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হয়।

এদিন বিক্ষোভকারীরা লন্ডনের হাইড পার্কের কাছে মার্বেল আর্চে জনস্রোতের মতো জড়ো হতে থাকে। পুলিশের ধারণা এ বিক্ষোভে প্রায় ১ লাখ মানুষ জড়ো হয়েছিলেন।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে ইসরায়েলের অবরোধ ও হামলা বন্ধের দাবি জানান।

ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ১০ লাখ মানুষ বাড়িঘর ছেড়েছে। গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়।

এদিকে, ব্রিটিশ কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ইহুদি সম্প্রদায়ের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছে, গত বছরের তুলনায় অক্টোবরে অপরাধ ১৩ গুণ বেড়েছে। মুসলিম বিরোধী অপরাধ দ্বিগুণেরও বেশি বেড়েছে।

পুলিশ বলেছে, বিক্ষোভের সময় ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণাত্মক স্লোগান দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের প্রতিবাদ কার্যক্রম আইনানুগ ছিল এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শেষ হয়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।