ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

গাজার গণহত্যাকারীরা অপরাধ আড়াল করতে উন্মত্ত: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, অক্টোবর ২, ২০২৫
গাজার গণহত্যাকারীরা অপরাধ আড়াল করতে উন্মত্ত: এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া বৈশ্বিক মানবিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরাইলের হামলাকে ‘সামুদ্রিক দস্যুতা’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

তার মতে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক অধিকারকর্মীদের ওপর হামলা প্রমাণ করে যে, ‘গাজায় গণহত্যার যন্ত্র নিজেদের অপরাধ আড়াল করতে উন্মত্ত হয়ে উঠেছে’।

এরদোয়ান বৃহস্পতিবার (২ অক্টোবর) তার দল একে পার্টির প্রাদেশিক প্রধানদের এক বৈঠকে এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণহত্যাকারী নেতানিয়াহু সরকার শান্তির সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাযন্ত্রের মুখোশহীন রূপ দেখিয়ে দিয়েছে। ’

এরদোয়ান স্পষ্ট করে বলেন, ‘আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের একা ছেড়ে দেব না, সর্বশক্তি দিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ও শান্তি ফিরিয়ে আনতে কাজ করব।

তুর্কি কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফ্লোটিলায় থাকা নাগরিকদের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বিভিন্ন মাত্রায় ইসরায়েল অঞ্চলটির ওপর অবরোধ চালিয়ে আসছে। তখন থেকে ফিলিস্তিনিরা কার্যত গাজার ভেতরেই বন্দি হয়ে আছেন। খাদ্য, পণ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসকে দমনের অজুহাতে গাজায় ইসরায়েল যে সামরিক আগ্রাসন শুরু করে, তাতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এক পর্যায়ে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়।

সেখানে সহায়তা পৌঁছে দিতে এবং গাজার অবরুদ্ধ দশা ভেঙে দিতে ৪৪টি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন অধিকারকর্মী নিয়ে সম্প্রতি ইতালি উপকূল থেকে যাত্রা শুরু করে ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু বুধবার (১ অক্টোবর) রাতে ওই বহর আটকাতে ইসরায়েলি বাহিনী হস্তক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে ওই বহরে থাকা নৌযান আটক করে এবং এতে অংশগ্রহণকারীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবারও অভিযান চলতে থাকে এবং স্থানীয় সময় দুপুরে ইসরায়েলি সেনারা ঘোষণা করেন, ‘একটি ছাড়া সব নৌযান আটক করা হয়েছে’।

এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল, গাজামুখী ফ্লোটিলাকে থামাতে যা কিছু করা প্রয়োজন তারা তা করবে। তাদের দাবি, ফ্লোটিলায় অংশগ্রহণকারীরা ‘আইনসম্মত নৌ-অবরোধ’ ভাঙার চেষ্টা করছেন, যা আন্তর্জাতিক আইনবিরোধী।

‘সুমুদ ফ্লোটিলা’য় অংশগ্রহণকারী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।