ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান, যা বলছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, নভেম্বর ১৫, ২০২৩
আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান, যা বলছে হামাস

ট্যাংক ও বুলডোজার নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

অভিযান শুরু পর পরই বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস।

হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

ঘাঁটি হিসেবে আল-শিফা হাসপাতালকে ব্যবহারের বিষয়ে ইসরায়েলের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছে সংগঠনটি।

এক বিবৃতিতে হামাস হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে,  ‘আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের জন্য দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণভাবে দায়ী। আল-শিফা হাসপাতালকে হামাস সামরিক প্রয়োজনে ব্যবহার করছে— ইসরায়েলের এমন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করেই হাসপাতালে অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন; আর তার ফলাফল চলমান এই অভিযান। ’

ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা আল-শিফা হাসপাতালে লুকিয়ে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাসপাতালের হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে।

যদিও ইসরায়েলের এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে হামাস থেকে।

আল-শিফায় ইসরায়েলি অভিযানকে ‘একটি প্রকাশ্য চক্রান্ত ও শিশুসুলভ রাজনৈতিক সিদ্ধান্ত" হিসাবে আখ্যা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক।

তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালটি রোগী, বেসামরিক নাগরিক ও বাস্তুচ্যুতদের আবাসন ও চিকিৎসাকেন্দ্র। কোনো সামরিক ঘাঁটি নয়।  

একটি ভিডিও বার্তায় আল-রিশেক বলেছেন, আল-শিফায় অভিযানকে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের বিজয় হিসেবে চিহ্নিত করছে কিন্তু এটি তাদের আপাতত অর্জন। মূলত তারা তাদের পরাজয়ের গভীরতার দিকে নিয়ে যাচ্ছে।  

তথ্যসূত্র: রয়টার্স, আলজাজিরা

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
টিএ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।