ইসরায়েলি বোমাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলে তিন সাংবাদিকের প্রাণ গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলের উত্তর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি মঙ্গলবার বলেছে, শত্রুদের বোমায় তায়ের হারফা অঞ্চলে তিনজনের প্রাণ গেছে। স্থানটি ইসরায়েলি ফ্রন্টিয়ার থেকে প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দূরে অবস্থিত।
লেবানিজ চ্যানেল আল মায়াদিন টিভি বলছে, নিহতদের মধ্যে দুজন তাদের কর্মী। আর তৃতীয়জন স্থানীয় সাংবাদিক এবং চ্যানেলের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন।
আল মায়াদিন এক বিবৃতিতে বলেছে, সংবাদদাতা ফারাহ ওমর এবং ক্যামেরাপারসন রাবিহ মে'মারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
আল মায়াদিনের পরিচালক গাসসান বিন জিদদো বলেন, এটি সরাসরি হামলা ছিল। সুযোগে এ হামলা ঘটেনি।
আল জাজিরার জেইনা খোদর দক্ষিণ লেবানন থেকে বলেন, লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় এক প্রতিবেদক ও এক ক্যামেরাম্যান নিহত হয়েছেন। তাদের সঙ্গে তৃতীয় আরেকজন নিহত হয়েছেন।
তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী চায় গণমাধ্যম চুপ থাকুক। তারা (সেনাবাহিনী) সাংবাদিকদের শাস্তি দিতে চায়।
গেল সপ্তাহে আল মায়াদিন টিভিকে কালো তালিকাভুক্ত করে ইসরায়েল।
ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শোলোম কারহি ১৩ অক্টোবর বলেছিলেন, তিনি আল মায়াদিনের ওয়েবসাইট ব্লক করতে এবং স্থানীয় অফিসের কার্যক্রম বন্ধ করার কাজ শুরু করেছেন।
বাংলাদেস সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আরএইচ