ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত

শুক্রবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও শাতাধিক।

 

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্প ও সামরিক স্থাপনা। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

দক্ষিণ ও পশ্চিম কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, কিয়েভের একটি ক্ষতিগ্রস্ত গুদামের ধ্বংসাবশেষের নিচে দশজন লোক আটকা পড়েছে। খবর রয়টার্স।  

ইউক্রেনের  এয়ারফোর্স কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় ব্যারেজ হামলা ছিল এটি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামজিক যোগাযোমাধ্যমে বলেছেন, রাশিয়া তাদের সর্ব শক্তি নিয়ে আক্রমণ করেছে, প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল যার বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা কিয়েভের মিত্রদেরকে সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, লাখ লাখ ইউক্রেনীয় বিস্ফোরণের বিকট শব্দে জেগে উঠেছে। আমি চাই ইউক্রেনের সেই বিস্ফোরণের শব্দ যেন সারা বিশ্বে শোনা যায়।  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় দুই বছর। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে কিয়েভের ভবিষ্যৎ নির্ধারণের জন্য পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তার মাত্রা কেমন হবে বা আদৌ সহায়তা তাদের দেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দেশটিতে বড় মাপের বিমান হামলা চালিয়েছে মস্কো।  

শুক্রবারের হামলায় কিয়েভের একটি গুদামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তাছাড়া দিনিপ্রোপেত্রোভস্কের কেন্দ্রীয় অঞ্চলে পাঁচজন এবং কৃষ্ণসাগর বন্দর শহর ওডেসা, লাভিভ, খারকিভে, জাপোরিঝিয়ায়ও একাধিক নিহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ডি‌সেম্বর ৩০, ২০২৩
এমএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।