ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নৌবাহিনী প্রধান দং জুনকে প্রতিরক্ষামন্ত্রী বানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
নৌবাহিনী প্রধান দং জুনকে প্রতিরক্ষামন্ত্রী বানাল চীন

প্রায় ছয় মাস পর নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করল চীন। শুক্রবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দং জুনকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

৬২ বছরের দং পিপলস লিবারেশন আর্মির প্রধান ছিলেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকের পর দংকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে লি শাংফু চিনের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। সাত মাস দায়িত্ব পালনের পর গত অক্টোবরে হঠাৎ লি শাংফুকে সরিয়ে দিলে প্রতিরক্ষামন্ত্রীর পদটি শূন্য হয়। কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি চীনা কর্তৃপক্ষ। গত আগস্ট মাস থেকে জনসমক্ষে তাকে দেখা যায়নি। সবশেষ গত আগস্টে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন লি শাংফু। খবর আল জাজিরা।  

এর আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংও ঠিক একইভাবে নিখোঁজ ছিলেন। পরে তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

 

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।