ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে আজ ভোরে (৩১ ডিসেম্বর) একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন।

পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

মহারাষ্ট্রের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, সম্ভাজিনগরের ভালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রোববার ভোর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। রাত সোয়া দুইটায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন পুরো কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আমাদের জানায়,পাঁচজন লোক ভেতরে আটকা পড়েছেন। পরে আমাদের দল ভেতরে প্রবেশ করলে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। খবর এএনআই, এনডিটিভি।  

ওই কারখানার একজন শ্রমিক সংবাদমাধ্যমকে জানান,  অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর অন্যরা দ্রুত বেরিয়ে যেতে পারলেও  তার জানা মতে অন্তত পাঁচজন ভেতরে আটকা পড়েছিলেন।

 

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩   

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।