ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
দুর্নীতির অভিযোগে আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ

দুর্নীতির অভিযোগে আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সালি বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
 
তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে ২০০৫ ও ২০০৯ সালে বেরিশা তার জামাতার নামে রাষ্ট্রীয় জমি লিখে দিয়েছিলেন।

 

তবে এমন অভিযোগ অস্বীকার করে বেরিশা পাল্টা অভিযোগ করেছেন, বিরোধী মত দমনের জন্য আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইডি রামা রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। খবর টিআরটি।  

৭৯ বছরের বেরিশা আলবেনিয়ার অন্যতম বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক বার্তায় বেরিশা লিখেছেন, গৃহবন্দী হলেও কেউ তাকে সমর্থকদের থেকে আলাদা করতে পারবে না।

বেরিশার আইনজীবী জানিয়েছেন, আদালত রাষ্ট্রপক্ষের আবেদন গ্রহণ করে বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। তিনি দেশ ছাড়তে পারবেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

আলবেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে বেরিশা ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত  দায়িত্ব পালন করেন এবং ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়স্বজন ও রাজনৈতিক মিত্রদের সুবিধা দেওয়ার অভিযোগে ২০২১ সালে বেরিশা ও তার পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

 

বাংলাদেশ সময়: ১৪২7 ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।