ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তকে স্বাগত জানালো ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তকে স্বাগত জানালো ওআইসি

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি বর্বরতার ও গণহত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

ওআইসি শনিবার এক বিবৃতিতে এ ব্যাপারে আইসিজেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সেইসঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে ওআইসি।

ওআইসি’র বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েল নির্বিচারে বেসামরিক জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হতাহত করছে, ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে। ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা এবং মানবিক সহায়তা পেতেও বাধা দিচ্ছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করছে। এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিচার চেয়ে একটি মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।

 

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।