ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা জানাবে সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা জানাবে সুপ্রিম কোর্ট

ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার ৩ বছর পূর্ণ হল, তিন বছর পূর্ণ হওয়ার ঠিক আগে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকেরা জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। গতকাল (৫ জানুয়ারি) মার্কিন সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিশ্চিত করে।

 

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা আছে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত হবে তারা নির্বাহী অফিসের কোনো পদে আসীন হতে পারবেন না। এই ধারায় ট্রাম্পকে অভিযুক্ত করতে চাইছেন তার বিরোধীরা। তবে ট্রাম্পের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের ক্ষেত্রে এই সংশোধনী প্রযোজ্য হতে পারে না কারণ তিনিই ওই সময় দেশের প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন সুপ্রিম কোর্ট প্রথমবারের মত সংবিধানের এ ধারাটির বিশদ ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।  

নির্বাচনে হেরে গেলে ২০২১ সালের ৬ জানুয়ারি কিছু রিপাবলিকান সমর্থক যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে অবস্থিত কংগ্রেস ভবনে ভাঙচুর চালায়। এই হামলায় ট্রাম্প জড়িত এই অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক মামলা হয়েছে। কলোরাডো এবং মেইন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ট্রাম্পের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য দুটির হাইকোর্ট।

মার্কিন ভোটাররা শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি ভোট দেওয়া শুরু করবে। যার কারণে বিচারকেরা দ্রুত বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন। গুরুত্বের বিষয়টি বিবেচনা করে, আদালত শীতকালীন ছুটির সময় ৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি করবে।  

 

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।