ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব ভারতের

ভারতে মালদ্বীপের রাষ্ট্রদূতকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মালদ্বীপের কয়েকজন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তাকে তলব করা হয়।

রোববার মালদ্বীপ সরকার মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তিন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে নিয়ে অবমাননাকর পোস্টের জেরে ব্যাপক তোলপাড় শুরু হয়।

নয়াদিল্লি সরকারি সূত্র জানিয়েছে, মালেতে ভারতীয় হাইকমিশন রোববার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি দৃঢ়ভাবে উত্থাপন করেছে।

সম্প্রতি মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। সেখানে অবকাশযাপনের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে মোদিকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আহ্বান জানান। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর‘ মন্তব্য করেন।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এ মন্তব্যকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এসব মন্তব্য থেকে নিজেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।  

সূত্র: দ্য ইকনমিক টাইমস

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।