ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে নিহত বেড়ে ২০২, আবারও ৬ মাত্রার ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
জাপানে নিহত বেড়ে ২০২, আবারও ৬ মাত্রার ভূমিকম্প 

১ জানুয়ারি জাপানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের এক সপ্তাহ পরও নিখোঁজ শতাধিক লোককে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খবর এনএইচকে।

এদিকে মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানাচ্ছে জাপানি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো। তবে এরার ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে।  

গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে সেখানেও এ কম্পন অনুভূত হয়েছে। সেখানে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ভূমিধস ও ভবন ভেঙে পড়ার সতর্কতা জারি রয়েছে।

নিহতের বেশিরভাগ ঘটনা ঘটেছে ওয়াজিমা ও সুজুতে। শহর দুটি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবন ধসের পাশাপাশি বড় ধরনের আগুনের ঘটনাও ঘটে।  

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলছে, তারা ত্রাণ ও উদ্ধারকার্য চালাতে প্রায় ৬ হাজার সৈন্য পাঠিয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।