ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৫৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৫৮

গত সোমবার ইসরায়েলের চালানো বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে।  

আজ (২৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানান, নিহতদের মধ্যে ৫০ শিশু, ৯৪ নারী ও চার উদ্ধারকর্মী রয়েছেন।

হামলায় আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। হামলার সময় ইসরায়েল লেবাননের ১৪টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ট্রাক ধ্বংস করেছে বলে জানান তিনি।

এই হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলের ১৬ হাজার ৫০০ সাধারণ মানুষ। বাস্তুচ্যুতদের জন্য ১৫০টি স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

আজও লেবাননের বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।  

এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা হাইফার দক্ষিণে ইসরায়েলের ইলিয়াকিম সামরিক ঘাঁটিতে ফাদি-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, পাঁচটি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে অতিক্রম করার সময় শনাক্ত করা হয়। এই হামলায় এক ইসরায়েলি সেনা আহত হলে তাকে সপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্ষেপণাস্ত্র গুলোর কয়েকটি ইন্টারসেপ্ট করা হয়। ইলিয়াকিম এলাকা থেকে ক্ষেপণাস্ত্র গুলোর টুকরোগুলো উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, লাবাননের যে লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তা শনাক্ত করে ওই লঞ্চার গুড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।