ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যাসাচুসেটসে কমলার বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ম্যাসাচুসেটসে কমলার বড় জয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলেকটোরাল কলেজে ভোটের ব্যবধান কমিয়ে আনছেন কমলা হ্যারিস। শুরুতে কমলার চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প।

 

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছাকাছি চলে এসেছেন কমলা হ্যারিস।

এরইমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন কমলা হ্যারিস। এখানে ৬১.৬ শতাংশ ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এছাড়াও ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, ডেলাওয়ার ও কানেটিকাট-এ জয়ী ঘোষণা করা হয়েছে তাকে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসো ও ওকলাহোমা, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায়।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোট আছে। এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।  

এ মুহূর্তে সিএনএন, বিবিসি, দ্য নিউইয়র্ক পোস্ট ও আলজাজিরার খবর অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প-কমলার মধ্যে।

যে কারণে জয়ে বড় ভূমিকা রাখছে  ‘সুইং স্টেট’খ্যাত সাতটি অঙ্গরাজ্য।  

এগুলো হলো — জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা, আর নর্থ ক্যারলাইনা।

এ রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। এসব রাজ্যকে   ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সমর্থন সমানে সমানে বলা হয়।

অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীকে এ সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।  

ইতোমধ্যে ব্যাটেলগ্রাউন্ড নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী হয়েছেন। তবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী জর্জিয়ায় এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।