ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনা, বিষাক্ত কুয়োয় পড়ে ১২ জনের মৃত্যু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, এপ্রিল ২৮, ২০২৫
মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনা, বিষাক্ত কুয়োয় পড়ে ১২ জনের মৃত্যু 

ভারতের মধ্যপ্রদেশের মান্দাসোর জেলায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি যাত্রীবাহী ভ্যান প্রথমে একটি বাইককে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি গভীর কুয়োয় পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুর্ঘটনার সময় ভ্যানে ১৪ জন যাত্রী ছিলেন। বাইক আরোহীসহ অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান। কুয়োয় পড়ে গাড়ির জানালা ও দরজা আটকে যায়। ফলে অনেকেই ভ্যানে আটকে পড়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

একজন সাহসী স্থানীয় বাসিন্দা কুয়োয় নেমে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও বিষাক্ত গ্যাসে মারা যান।

ঘটনার খবর পেয়ে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত দুজনকে মান্দাসোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।  

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।  

নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং গুরুতর আহতদের ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সামান্য আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।  

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।