ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

‘ফ্লোটিলা’ থেকে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক ইসরায়েলি বাহিনীর হাতে আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, অক্টোবর ২, ২০২৫
‘ফ্লোটিলা’ থেকে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক ইসরায়েলি বাহিনীর হাতে আটক মুশতাক আহমেদ খান

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেওয়া নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলের বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেয়। পরে তাতে উঠে পড়ে ইসরায়েলের নৌ-সেনারা। বন্ধ করে দেয় নৌ-যান থেকে চলা সরাসরি সম্প্রচার। খবর সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিবেদনে জানা যায়, গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।
 
ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছেন, গাজাগামী বিদেশি কর্মী এবং ত্রাণ বহনকারী ১৩টি জাহাজ ইসরায়েলি বাহিনী থামিয়ে দিয়েছে।  ৩০টি জাহাজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকার দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
 
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। জাহাজটি ইসরায়েলি নৌবাহিনী জব্দ করেছে কি না, তা স্পষ্ট নয়। আরও ২৩ জাহাজ পথে রয়েছে। সেগুলোও খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনের জানা যায়, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ লাইভ ট্র্যাকারে দেখা গেছে, মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরায়েলি নৌ-সেনারা জাহাজগুলোর সেগুলো আটক করার চেষ্টা করছে।  
 
এদিকে ‘ফ্লোটিলা’ ব্যাপক আলোড়ন ছড়িয়েছে নেটিজেন এবং সচেতন সমাজের মাঝে। মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে বেশ প্রশংসা কুড়াচ্ছে এই সাগর যাত্রা।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।