ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাতিন আমেরিকায় কনকনে শীতে নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
লাতিন আমেরিকায় কনকনে শীতে নিহত ৪৯

মন্টেভিডিও: লাতিন আমেরিকায় কনকনে শীতে ৪৯ জন নিহত হয়েছেন। চলতি শীত মৌসুমে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে অস্বাভাবিক ঠাণ্ডা পড়ছে।



আর্জেন্টিনাতেই মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই রাজধানী বুয়েনস এইরেস এর রাস্তা বা ফুটপাতের বাসিন্দা। আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, দেশটির মধ্যাঞ্চলে তাপমাত্রা কমে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

এদিকে, প্যারাগুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া) আক্রান্ত হয়ে নয় জন নিহত হয়েছেন। এছাড়া, কয়লা-চালিত চুল্লি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে আরও তিন জন নিহত হয়েছেন। প্যারাগুয়ের গ্রামীণ সংস্থার মতে, বরফ পড়ে প্রায় এক হাজার গবাদি পশু মারা গেছে। দেশটির আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহজুড়েই তীব্র শীত পড়বে বলে সতর্ক করে দিয়েছে।

বলিভিয়ার উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এসব অঞ্চলেও কমপক্ষে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।