ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দেবেন শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দেবেন শ্যাভেজ

কারাকাস: ভেনিজুয়েলার বামপন্থী নেতা ও দেশটির প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শুক্রবার দলীয় এক সভায় জানিয়েছেন, অধিক ব্যস্ততার কারণে তার রাজনৈতিক দল ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা (পিএসইউভি)-র প্রধানের পদ ছেড়ে দেবেন। খবর এএফপির।



২০০৭ সালে দেশটির বহু বামপন্থী দলের সমন্বয়ে পিএসইউভি গঠিত হয়। আর গত সপ্তাহেই দলের প্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

শ্যাভেজ বলেন, ‘আামি এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, সরকারপ্রধান, সরকার প্রধান এবং সেনা বাহিনীর প্রধান। এটা আমার কেবল ভাবনা--এ নিয়ে আলোচনার জন্য ইস্যুটি (দলীয় প্রধানের পদ) আমি আপনাদের জন্য ছেড়ে দিতে চাই। ’

তিনি আরও বলেন, ‘এই সময়ে আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবেই থাকতে চাই। ’

এই বামপন্থী নেতা বলেন, ‘আমি এই উদাহরণটি তৈরি করব, যারা দেশের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দায়িত্বরত থাকে তাদের জন্য পার্টির গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত নয়। ’

আগামি ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় বারের মতো ৫৬ বছর বয়সী শ্যাভেজ তার দল থেকে অংশ নেবেন।

এ প্রসঙ্গে শাভেজ বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং সুস্থ থাকি তাহলে ২০১২ সালের নির্বাচনে আবারও  প্রেসিডেন্ট নির্বাচিত হব এবং এখনই এ লড়াই আমার শুরু হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।