ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচন কাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচন কাল

লিসবন: পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের লড়াইয়ে আনিবাল কাভাকো সিলভা ও ম্যানুয়েল আলেগ্রে এগিয়ে রয়েছেন। রোববার অনুষ্ঠেয় নির্বাচনে আলেগ্রের সমর্থনে রয়েছে দেশটির সোস্যালিস্ট পার্টি।

খবর সিনহুয়ার।

প্রেসিডেন্ট নির্বাচনে মোট ছয়জন প্রার্থী রয়েছে। নির্বাচনে যিনিই জিতুক তার জন্য দেশ পরিচালনা মোটেই সুখকর হবে না। এ মুহূর্তে দেশটি বিশাল আকারের ঋণ জর্জরিত। বিশ্লেষকরা জানান, পর্তুগালকে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সহায়তা চাইতে হবে। এর আগে একইভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হয়েছে গ্রিস ও আয়ারল্যান্ডের।

ছয়জন প্রাথীর মধ্যে এগিয়ে থাকা ম্যানুয়েল আলেগ্রের সমর্থনে রয়েছে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টি। আর আনিবাল কাভাকো সিলভার সমর্থনে রয়েছে প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্রাট পার্টি। এর আগে সিলভা ২০০৬ সালে পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দ্বিতীয় মেয়াদে দাঁড়ানোর আগে সিলভা বলেন, ‘এ মুহূর্তে পর্তুগালে চরম খারাপ পরিস্থিতি বিরাজ করছে। তাই আমি মনে করলাম, দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানো আমার দায়িত্ব। আমার অভিজ্ঞতা ও জ্ঞান দেশের কাজে লাগাব। দেশকে সাহায্য করব। ’ সিলভা একজন সাবেক একজন অর্থনীতির অধ্যাপক।

এদিকে, সিলভার প্রতিদ্বন্দ্বী আলেগ্রে একজন কবি ও বিখ্যাত বামপন্থী নেতা। একটি জরিপ অনুযায়ী তিনি ২২ শতাংশ ভোট পেতে পারেন। তার স্লোগান, ‘জনকল্যাণ রাষ্ট্র ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করুন। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।