ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আইরিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আইরিশ প্রধানমন্ত্রী

ডাবলিন: আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়েন কোয়েন শনিবার তার দল ফিয়ান্না ফেইলের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে ১১ মার্চ আসন্ন সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি।

খবর এএফপির।

ডাবলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়েন বলেন, ‘সব কিছু বিবেচনা করে এবং আমার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর আমি দলটির প্রেসিডেন্ট পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

তবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকার ইচ্ছার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে আগের মতোই আমি প্রধানমন্ত্রী পদে আমার দায়িত্ব পালন করে যাবো। ’
 
তবে পার্লামেন্ট অবলুপ্তির আগে কোয়েনের উচিৎ হবে প্রেসিডেন্ট ম্যারি ম্যাকঅ্যালেসেকে এ বিষয়ে অবহিত করা। আয়ারল্যান্ডের প্রধান বিরোধী দল ফাইন গায়েলের নেতা এন্ডা কেনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এটা পুরোপুরি পাগলামি। আমরা এখন ইউরোপের হাসিঠাট্টার বিষয়ে পরিণত হয়েছি। এখন আমাদের আছে নেতৃত্বহীন দল আর ক্ষমতাহীন প্রধানমন্ত্রী। ’

ঋণ সংকট মোকাবেলা নিয়ে গত কয়েক মাস ধরেই চাপের মধ্যে রয়েছেন কোয়েন। এর পরিপ্রেক্ষিতে গত নভেম্বর তিনি আন্তর্জাতিক ঋণ নিতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।