ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্কারজয়ী অভিনেতা ফিলিপ হফম্যান’র মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
অস্কারজয়ী অভিনেতা ফিলিপ হফম্যান’র মৃতদেহ উদ্ধার

ঢাকা: অস্কারজয়ী আমেরিকান অভিনেতা ফিলিপ চেইমুর হফম্যান’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

 

রোববার বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের বাসা থেকে এ অভিনেতার লাশ উদ্ধার করা হয়।

অতিরিক্ত মাদক নেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

 

পুলিশ জানায়, হফম্যান’র মৃতদেহ বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখে তার এক বন্ধু পুলিশে খবর দেন। এসময় তার গায়ে টি-শার্ট, হাফ প্যান্ট পরা এবং বাম হতে হাতে সুঁই ঢোকানো ছিলো। পাশে হিরোইনের খালি প্যাকেট পড়েছিলো।

 

সম্প্রতি তার জীবন সঙ্গীনি ডোনেলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তাকে বিমর্ষ ও চিন্তিত দেখা যাচ্ছিলো বলে প্রতিবেশিরা জানিয়েছেন। তার এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে।  

 

Capote ছবিতে অভিনয়ের জন্য তিনি ২০০৫ সালে অস্কার পুরস্কার লাভ করেন। তিনি প্রায় ৬০টি ছবিতে অভিনয় করেন। তার উল্লেখ যোগ্য ছবির মধ্যে রয়েছে, মিশন ইম্পসিবল-৩, মানিবল, আইডিস অব মার্চ, দি হাঙ্গার গেমস।

 

এদিকে বিখ্যাত এ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডের অভিনেতারা।

 

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।