ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট চাইতে গিয়ে বেকার তরুণের চড় খেলেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
ভোট চাইতে গিয়ে বেকার তরুণের চড় খেলেন মন্ত্রী!

ঢাকা: ভোট চাইতে গিয়ে বেকার যুবকের হাত সপাটে চড় খেতে হলো হরিয়ানার মুখ্যমন্ত্রীকে। ভারতের আসন্ন জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ভোট চাইতে গিয়েছিলেন তিনি।

 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশের উত্তরাঞ্চলের রাজ্যটির ১০টি আসনেই নিজের দলকে বিজয়ী করার জন্য জোর প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দলের নির্বাচনী প্রচারণা চালাতে রোববার পানিপথে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। হুড খোলা জিপে দাঁড়িয়েই নিজের দলকে বিপুল ভোটে  জেতানোর কথা বলছিলেন তিনি।  

 

তার বক্তব্যের সময়ই হঠাৎ বাধে বিপত্তি। এক তরুণ কঠোর নিরাপত্তা বেষ্টনী মাড়িয়ে মুখ্যমন্ত্রীর জিপে ওঠে পড়েন। ব্যস, জিপে ওঠেই মুখ্যমন্ত্রীর গালে সপাটে চড়। ঘটনার আকস্মিকতায় সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।

 

তবে, এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই তরুণকে গ্রেফতার করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বেকারত্বে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রীর ওপর রাগ ঝেড়েছেন কমল মুখিজা নামে ওই তরুণ।

 

২০০৫ সাল থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন কংগ্রেসের বর্ষিয়ান রাজনীতিক হুডা।

 

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।