ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোয় ২০ স্কুলছাত্র জিম্মি করার চেষ্টা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
মস্কোয় ২০ স্কুলছাত্র জিম্মি করার চেষ্টা, নিহত ২

ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কোয় একটি স্কুলে হামলা চালিয়ে এক স্কুলশিক্ষক ও এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর ২০ ছাত্রকে জিম্মি করার চেষ্টা করেছে এক বন্দুকধারী।

তবে পুলিশ দাবি করেছে, বন্দুকধারীর অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

২০ ছাত্রকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বন্দুকধারীর গুলিতে স্কুলটির একজন নিরাপত্তারক্ষী ও জীববিদ্যা বিভাগের এক শিক্ষক নিহত হয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, একটি রাইফেল নিয়ে স্কুলটিতে প্রবেশ করে নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পর ২০ ছাত্রকে শ্রেণীকক্ষে গিয়ে জিম্মি করে ওই সন্ত্রাসী। গুলির শব্দ পেয়ে জীববিদ্যা বিভাগের ওই শিক্ষক শ্রেণীকক্ষে গেলে তাকেও গুলি করে হত্যা করে বন্দুকধারী।

খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রদের উদ্ধার করে। তবে, সেই বন্দুকধারীকে আটক হয়েছে নাকি মারা পড়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এছাড়া, বন্দুকধারী এই স্কুলেরই ছাত্র বলে মনে করা হলেও তিনি কি সাবেক নাকি বর্তমান ছাত্র এ বিষয়টি স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমগুলো।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।