ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংলাপের মধ্যস্থতাকারীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
সংলাপের মধ্যস্থতাকারীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস তালেবানের

ঢাকা: সরকারের পক্ষ থেকে শান্তি আলোচনার প্রতিনিধিত্বকারীদের পুরোপুরি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)।

সোমবার নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির মুখপাত্র শহীদুল্লাহ শহীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, টিটিপি নিয়ন্ত্রিত এলাকায় শান্তি আলোচকদের সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হবে।

শহীদুল্লাহ জানান, নিজেদের পক্ষ থেকে মনোনীত পাঁচ সদস্যের আলোচক পরিষদকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে তালেবানের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ।

এছাড়া, তারা নিজেরা সরকারের সঙ্গে আন্তরিকভাবে শান্তি আলোচনা করতে চান বলেও জানান তালেবানের মুখপাত্র শহীদুল্লাহ।

পাশপাশি এই আলোচনাকে তালেবানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা সরকারের উচিত হবে না বলে হুঁশিয়ারি দিয়ে শহীদুল্লাহ বলেন, এমনটি ঘটলে শান্তি আলোচনা ব্যাহত হবে।

এর আগে, সরকারের আলোচনা কমিটি ঘোষণার পর শনিবার তালেবানদের পক্ষ বেশ কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

আলোচনায় ‍তালেবানরা যাদের মধ্যস্থতা কামনা করছে তারা হলেন-  তেহরিক-ই- ইনসাফ’র (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান, জমিয়ত-ই-উলেমায়ে ইসলাম’র (সামিউল গ্রুপ) প্রধান নেতা মাওলানা সামিউল হক, জমিয়ত-ই-উলেমায়ে ইসলাম’র (ফজল গ্রুপ) নেতা মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ, জামায়াতে ইসলামীর খাইবার পাখতুনখওয়ার প্রদেশের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ইব্রাহিম ও লাল মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল আজিজ।

এদের মধ্যে অবশ্য, ক্রিকেট থেকে রাজনীতির মাঠে আসা ইমরান খান এই মধ্যস্থতায় থাকতে অস্বীকৃতি জানিয়েছেন।   অস্বীকৃতি জানিয়েছেন মাওলানা আজিজও।

তবে, ইমরানকে রাজি করানোর জন্য এরইমধ্যে মাওলানা সামিউল হক নিজে তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

একইসঙ্গে আলোচনায় অংশ নিতে ইমরান খানকে যেন রাজি করানো যায় সেজন্য মাওলানা সামিউল খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খটককে অনুরোধ করেছেন বলেও সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘোষিত সরকারি আলোচক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে মাওলানা সামিউল জানিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যেই উভয় পক্ষ আলোচনায় বসতে পারে।   যদিও এর আগে জানা যায়, আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিক ‍আলোচনা শুরু হচ্ছে।

এদিকে, শান্তি আলোচনায় ‍অংশ নেওয়ার জন্য তালেবানের কমিটি ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে এমন পদক্ষেপ নেওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান

একইসঙ্গে আলোচনায় বসার ব্যাপারে কমিটি ও অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে আরও স্পষ্টতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন নিসার আলী।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।