ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইফোন বিস্ফোরণে ছাত্রী দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
আইফোন বিস্ফোরণে ছাত্রী দগ্ধ

ঢাকা: যুক্তরাষ্ট্রে পকেটে থাকা আইফোন বিস্ফোরিত হয়ে অষ্টম গ্রেডের এক ছাত্রী দগ্ধ হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শ্রেণীকক্ষে নিজের পকেটে থাকা আইফোনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এতে ওই স্কুলছাত্রীর শরীরের বেশ কিছু জায়গা দগ্ধ হয়।

ছাত্রীর উদ্ধৃতি দিয়ে চিকিৎসকরা জানান, প্রথমে কিছুক্ষণ প্রকম্পিত হওয়ার পর আইফোনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ওই কিশোরীর উরু ও পিঠের বেশ কিছু অংশ দগ্ধ হয়।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যায়নে’র কেনেবাঙ্কস শহরের মিডল স্কুলে এ দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলের প্রিন্সিপাল জেফ্রে রডম্যান’র বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ জানিয়েছে, যখন স্কুল ছুটি হবে তখন গুলির মতো আওয়াজ হলো এবং এরপরই ওই কিশোরী জানায় তার জামা-কাপড়ে আগুন ধরেছে।

তাকে উদ্ধার করে স্কুলের একটি কক্ষে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রিন্সিপাল জানান, ওই কিশোরীর পাজার বেশ কিছু জায়গায় পুড়ে গেছে এবং বিস্ফোরণের পর শ্রেণীকক্ষে অনেক ধোঁয়া ওড়ে।

এই ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সে অনুযায়ী তদন্ত চলছে বলে জানান রডম্যান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।