ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ধারাবাহিক বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪

ঢাকা: ইরাকে ধারাবাহিক গাড়িবোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটেছে।

রাজধানীর দক্ষিণে মাহমুদিয়া শহরে আত্মঘাতী হামলাকারীরা গাড়িবোমা হামলা ঘটালে অন্তত ৭ জন ও রাজধানীর নিকটবর্তী ব‍ালাদিয়াত ও হুরিয়া এলাকায় ৫ জন নিহত হন।

অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, সোমবার বাগদাদে আরো ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যাদের মাথায় গুলি ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

গত মাসে ইরাকে ১ হাজারের বেশি মানুষ মারা যায়। যা বিগত প্রায় ৬ বছরে মধ্যে খুবই খারাপ অবস্থা। ইরাকে প্রায় প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনী।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।